সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাললাগা আর ভালবাসা

”ধ্যান থেকে আসে জ্ঞান ; ধ্যানের অভাবে আসে অজ্ঞতা। জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছু টানে, জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা জ্ঞানের দিকে যায়।” কথাগুলো বলেছিলেন ধ্যানের ও নির্বাণ লাভের গুরু গৌতম বুদ্ধ। ঠিক তেমনি বলেছিলেন ভাললাগা আর ভালবাসা সর্ম্পকে। ভাললাগা: একটা ফুল যদি আপনার ভাললাগে, তাহলে সেটা ছিড়ে গন্ধ নিয়ে নষ্ট করাটা হচ্ছে ভাললাগা। ভালবাসা: একটা ফুল যদি আপনি ভালবাসেন, তাহলে সেটা নিয়মিত পরিচর্চা করা, পানি দেওয়া, যত্ন করাটাই হচ্ছে ভালবাসা ।