সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইন্টারনেটে অর্থ উপার্জন

ইন্টারনেটে অর্থ উপার্জন ইন্টারনেটে অর্থ উপার্জন ইন্টারনেটে অর্থ উপার্জন এখন আর অস্পস্ট, প্রতারনামুলক বা অবিশ্বাস্য কোন ব্যাপার নয়। এটি এখন একটি প্রতিষ্ঠিত সত্য ও বিশ্বাস যোগ্য প্রক্রিয়া। এটির সুচনা ঘটেছিল গুগল এ্যাডসেন্স এর ধারনা দ্বারা । কিন্তু অচিরেই প্রমানিত হয় যে এটি আসলে সুনিশ্চিত এবং সহজ কোন প্রক্রিয়া নয়। যার সফলতা একশ ভাগ সুনিশ্চিত। মুলত ইন্টারনেট থেকে অর্থ উপার্জন যে করা সম্ভব সেই ধারনা বাস্তবায়নের প্রথম ধাপ ছিল এটি। অচিরেই দেখা যায় ইন্টারনেটে গুগল এ্যাডসেন্স ছাড়াও সত্যিকার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে যথেষ্ট অর্থ উপার্জন করা সম্ভব যা কারো একমাত্র পেশা হিসেবেও গন্য হতে পারে। ইন্টারনেটে অর্থ উপার্জন সম্ভব কি সম্ভব নয় এটি নিয়ে বিভ্রাতি যাদের আছে? আর তাই সর্বসাধারনের কাছে এই বিভ্রাতি দূর করার জন্য এই পোষ্ট টিতে চিত্রটি আপনাদের জন্য শেয়ার করা হয়েছে। চিত্র দুটির মাধ্যমে ইন্টারনেটে অর্থ উপার্জন ব্যাপারটির মূল ভিত্তি কি এবং কেন এটি সত্যিকার একটি পেশা হিসেবে যে কারও জন্য গ্রহনযোগ্য হতে পারে।

প্রোগ্রামার হবার ১০ স্টেপ

              প্রোগ্রামার হবার ১০ স্টেপ                                স্টেপ-১:: পাঁচটা বেসিক জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে- variable, if-else, array, for loop এবং function। আরো বেশি শিখার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। পাইথন, জাভা, C++, জাভাস্ক্রিপ্ট, C# বা অন্য যে কোন একটা। স্টেপ-২: প্রোগ্রাম চলার সময় বিভিন্ন তথ্য বা ডাটা কিভাবে রাখতে হবে সেটা বুঝার জন্য কয়েকটা ডাটা স্ট্রাকচার (data structure) শিখতে হবে। তার মধ্যে হ্যাশ টেবিল (hash table) বা ডিকশনারি মাস্ট শিখতে হবে। তারপরে Stack এবং Queue সম্পর্কে কিছু আইডিয়া নিতে হবে। বেশি তেল থাকলে linked list, Tree নিয়ে গুতাগুতি করতে পারেন। স্টেপ-৩::: একটা array এর মধ্যে নির্দিষ্ট কোন একটা উপাদান খুঁজে বের করা পদ্ধতিতে বলা হয় search। মিনিমাম linear search এবং binary search এর কোড নিজ হাতে লিখে প্রাকটিস করতে হবে। একটা array এর উপাদানগুলিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর পদ্ধতিকে প্রোগ্রামিং এর ভাষায় sorting বলে। কমপক্ষে bubble sort নিজ হাতে প্রোগ্রামিং করতে পারতে হবে। অন্যসব sorting যেমন, m